হাদিসের ঘটনা অপরাধিকে আল্লাহর ক্ষমার আশাজাগানিয়া ঘটনা
-
Reporter Name
-
আপডেট টাইম :
০৬:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
-
১২
বার
মানুষ যত বড় গোনাহই করুক না কেন, আল্লাহর দরজা তার জন্য কখনো বন্ধ হয় না। তাঁর রহমত অসীম, আর ক্ষমা তাঁর অন্যতম সুন্দর গুণ। পাপ যত বিশালই হোক, যদি বান্দা আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাওবা শুধু অতীত মুছে দেওয়ার নাম নয়, এটি নতুন জীবনের সূচনা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার ঘটনার মাধ্যমে এ কথাই আমাদের শিক্ষা দিয়েছেন—আবু সাইদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলে এমন এক ব্যক্তি ছিলো যে নিরানব্বইজন লোককে হত্যা করেছিলো। তারপর সে (অনুশোচনা করত তাওবার উদ্দেশ্যে বাড়ি থেকে) বের হয়ে একজন পাদরীকে জিজ্ঞেস করলো, আমার তওবা কবুল হওয়ার কোনো সুযোগ আছে কি?
তখন পাদরী বললো, না। তখন সে পাদরীকেও হত্যা করলো। এরপর সে (লোকদের নিকট) জিজ্ঞেস করতে লাগলো।
তখন এক ব্যক্তি তাকে বললো, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওয়ানা হলো, পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল।
মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতাগণ তার রূহ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলেন।
আল্লাহ তাআলা সম্মুখের ভূমিকে (যেখানে সে তওবার উদ্দেশ্যে যাচ্ছিল) আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে আসা স্থানকে নির্দেশ দিলেন, তুমি দূরে সরে যাও।
তারপর ফেরেশতাদের উভয় দলকে আদেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলে দেখা গেলো, যে জনপদের দিকে সে যাচ্ছিলো সেদিকে সে এক বিঘত বেশি অগ্রসর হয়েছিলো। কাজেই তাকে ক্ষমা করে দেয়া হলো। (বুখারি, হাদিস : ৩৪৭০)
যেমনটা অনেক হাদিসে এসেছে। অতএব বান্দা যখন ক্ষমা লাভের পথ খোঁজা শুরু করে, আল্লাহ এ পথকে তার জন্য সহজ করে দেন। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত অর্জনের চেষ্টা করা সকল মুমিনের অত্যাবশ্যকীয় কর্তব্য। কারণ-যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহও তার দিকে রহমতের বাহু মেলে ধরেন।
Tag :