আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ক্ষোভ প্রকাশ করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত প্রার্থী তালিকায় বিএনপির রাজপথের নির্যাতিত নেতা হাবিব উন নবী খান সোহেল-এর নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
দলের দুঃসময়ে যিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই সোহেল ভাইয়ের মতো ত্যাগী নেতাকে উপেক্ষা করায় হতাশা প্রকাশ করছেন অনেকেই। তাদের অভিযোগ—দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে যারা নির্যাতিত হয়েছেন, তারা যদি এভাবে উপেক্ষিত হন, তাহলে ভবিষ্যতে ভালো ও ত্যাগী মানুষরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবেন।
একজন কর্মী ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি ত্যাগীদের মূল্যায়ন করতে না পারেন, তাহলে তাদের গলা টিপে হত্যা করুন।” এই বক্তব্যে ফুটে উঠেছে তৃণমূলের ক্ষোভ ও বেদনা।
তারা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের মতো সৎ, সাহসী ও নিবেদিত নেতার নাম প্রার্থী তালিকায় না থাকায় অনেক নেতাকর্মীর মনে হতাশা দেখা দিয়েছে। এতে দলের প্রতি সাধারণ ভোটারদের আস্থাও ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন—দল দ্রুতই হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নির্বাচনী আসন ঘোষণা করবে এবং তার ত্যাগ, সততা ও অবদানের যথাযথ মূল্যায়ন করবে।
Reporter Name 

























