ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ‘প্রলয়াস্ত্র’ এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২০ বার

রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই সাবমেরিনটি বহন করবে পানির নিচে চলা পারমাণবিক ড্রোন ‘পোসাইডন’, যাকে অনেকে ‘ডুমসডে মিসাইল’ বা ‘প্রলয়াস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সেভমাশ জাহাজঘাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিনটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ এবং জাহাজ নির্মাণ খাতের শীর্ষ কর্মকর্তারা।

বেলোসোভ বলেন, ‘আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বিখ্যাত সেভমাশ থেকে ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার খাবারোভস্ক পানিতে নামছে।’

পানির নিচের অত্যাধুনিক যুদ্ধের জন্য নির্মিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেভমাশ এই সাবমেরিনটি তৈরি করেছে আধুনিক পানির নিচের অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের উপযোগী করে। এটি ডিজাইন করেছে রুবিন নামের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো।

রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে, সাবমেরিনটি দেশের সামুদ্রিক সীমা রক্ষায় এবং বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

দৈনিক কমারসান্ট জানিয়েছে, খাবারোভস্ক-শ্রেণির সাবমেরিনগুলো ভবিষ্যতে পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

‘পোসাইডন’ ড্রোনের পরীক্ষা
গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় যে তারা সফলভাবে একটি পোসাইডন পানির নিচের ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই ড্রোনটি একটি ‘মাদার সাবমেরিন’ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এতে একটি ক্ষুদ্র আকারের পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহৃত হয়েছে, যা কৌশলগত সাবমেরিনে ব্যবহৃত রিঅ্যাক্টরের চেয়ে অনেক ছোট।

‘প্রলয়াস্ত্র’ নিয়ে উদ্বেগ
রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এই পোসাইডন ড্রোনকে বলেছেন ‘ডুমসডে মিসাইল’। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, এটি ‘পুরো উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম’।

তবে রাশিয়ার বাইরে অনেক বিশেষজ্ঞ এই ড্রোনের সক্ষমতা ও দূরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়ার দাবি অনেকটা অতিরঞ্জিত হতে পারে।

তবুও ক্রেমলিনের বিবৃতি ও রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে স্পষ্ট, মস্কো এই অস্ত্রকে তাদের নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাশিয়ার ‘প্রলয়াস্ত্র’ এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ

আপডেট টাইম : ০৯:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই সাবমেরিনটি বহন করবে পানির নিচে চলা পারমাণবিক ড্রোন ‘পোসাইডন’, যাকে অনেকে ‘ডুমসডে মিসাইল’ বা ‘প্রলয়াস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সেভমাশ জাহাজঘাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিনটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ এবং জাহাজ নির্মাণ খাতের শীর্ষ কর্মকর্তারা।

বেলোসোভ বলেন, ‘আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বিখ্যাত সেভমাশ থেকে ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার খাবারোভস্ক পানিতে নামছে।’

পানির নিচের অত্যাধুনিক যুদ্ধের জন্য নির্মিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেভমাশ এই সাবমেরিনটি তৈরি করেছে আধুনিক পানির নিচের অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের উপযোগী করে। এটি ডিজাইন করেছে রুবিন নামের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো।

রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে, সাবমেরিনটি দেশের সামুদ্রিক সীমা রক্ষায় এবং বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

দৈনিক কমারসান্ট জানিয়েছে, খাবারোভস্ক-শ্রেণির সাবমেরিনগুলো ভবিষ্যতে পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

‘পোসাইডন’ ড্রোনের পরীক্ষা
গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় যে তারা সফলভাবে একটি পোসাইডন পানির নিচের ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই ড্রোনটি একটি ‘মাদার সাবমেরিন’ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এতে একটি ক্ষুদ্র আকারের পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহৃত হয়েছে, যা কৌশলগত সাবমেরিনে ব্যবহৃত রিঅ্যাক্টরের চেয়ে অনেক ছোট।

‘প্রলয়াস্ত্র’ নিয়ে উদ্বেগ
রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এই পোসাইডন ড্রোনকে বলেছেন ‘ডুমসডে মিসাইল’। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, এটি ‘পুরো উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম’।

তবে রাশিয়ার বাইরে অনেক বিশেষজ্ঞ এই ড্রোনের সক্ষমতা ও দূরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়ার দাবি অনেকটা অতিরঞ্জিত হতে পারে।

তবুও ক্রেমলিনের বিবৃতি ও রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে স্পষ্ট, মস্কো এই অস্ত্রকে তাদের নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছে।