আজ ১১ অক্টোবর ৩৭ বছরে পা রাখলেন ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা ও প্রযোজক অপু বিশ্বাস। জন্মদিনে একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই তারকা। জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন অপু। সেখানে দেখা যাচ্ছে, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে মা ও ছেলে বসে আছেন।
ছোট্ট জয় মিষ্টি সুরে তার মাকে বলে ওঠে, ‘মম… হ্যাপি বার্থডে’। ছেলের মুখে এই শুভেচ্ছা শুনে অপু বিশ্বাসের মুখে ফুটে ওঠে অনাবিল হাসি। এরপর মা-ছেলে মিলে কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে দেন। ভিডিওতে কেকের মোমবাতি নিয়ে মা-ছেলের খুনসুটির এক মজার দৃশ্যও দেখা যায়, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওটি প্রকাশের পরপরই অপু বিশ্বাসের ভক্ত, অনুরাগী এবং সহকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন।
Reporter Name 

























