জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিশিষ্ট অমুসলিমদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মদন উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মদন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক ফরিদুল ইসলাম।
এতে, অমুসলিমদের পক্ষে উপস্থিত ছিলেন, মদন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পাল ও সাধারণ সম্পাদক বাবু বিমান বৈশ্যসহ প্রত্যেক পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ।
জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামী’র মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রুহুল আমীন, উপজেলা নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রীস মাস্টার) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পূজা উদযাপন কমিটির সাধারণত সম্পাদক বাবু বিমান বৈশ্য বলেন, একমাত্র ঈমানদার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর তাঁরা তা প্রমাণ করেছে। ক্ষমতা, শক্তি থাকার পরও তাঁরা চাঁদাবাজি ও লুটপাটে অংশ নেয়নি।
পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার পাল বলেন, জামায়াতে ইসলামী কর্মীদের ব্যবহারে আমরা মুগ্ধ। আগামী নির্বাচনে আমরাও বিবেচনা করব।
Reporter Name 

























