ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৭ বার

এ বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত এই ৩২টি চলচ্চিত্রের মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। প্রতিটি চলচ্চিত্রের জন্য তাঁরা ২০ লাখ টাকা করে অনুদান পাবেন।

গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে সিনেমা বানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অনুদান পাননি। তাই এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত ওই তিন সিনেপ্রেমী।

তাঁদের অনুদান পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম—‘একটি সিনেমার জন্য’ ও ‘Who has made us fly?’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রের প্রযোজক। এর পরিচালক ও চিত্রনাট্যকার একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ।

অন্যদিকে ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

অনুদানের বিষয়ে সাদমান শাহরিয়ার বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম একাধিক ব্যক্তি সরকারি অনুদান পেল। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারব।’

সাদমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি। আমার সিনেমাটি একজন গুম হওয়া চলচ্চিত্র নির্মাতার হারানো সিনেমা খোঁজার গল্প।’

আর ‘Who has made us fly?’-এর পরিচালক শাহ সাকিব সোবহান জানান, তাঁর ছবি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক ব্যঙ্গাত্মকমূলক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

আপডেট টাইম : ১১:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

এ বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত এই ৩২টি চলচ্চিত্রের মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। প্রতিটি চলচ্চিত্রের জন্য তাঁরা ২০ লাখ টাকা করে অনুদান পাবেন।

গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে সিনেমা বানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অনুদান পাননি। তাই এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত ওই তিন সিনেপ্রেমী।

তাঁদের অনুদান পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম—‘একটি সিনেমার জন্য’ ও ‘Who has made us fly?’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রের প্রযোজক। এর পরিচালক ও চিত্রনাট্যকার একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ।

অন্যদিকে ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

অনুদানের বিষয়ে সাদমান শাহরিয়ার বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম একাধিক ব্যক্তি সরকারি অনুদান পেল। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারব।’

সাদমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি। আমার সিনেমাটি একজন গুম হওয়া চলচ্চিত্র নির্মাতার হারানো সিনেমা খোঁজার গল্প।’

আর ‘Who has made us fly?’-এর পরিচালক শাহ সাকিব সোবহান জানান, তাঁর ছবি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক ব্যঙ্গাত্মকমূলক।