বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল মেয়েটির ছবি পোস্ট করে জানিয়েছেন, আজ মিস হওয়া পরীক্ষা তিনি দিতে পারবেন। মেয়েটি যেন বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে।
তিনি বলেন, আশা করি, শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।
কাজল বলেন, সরকারি কর্তৃপক্ষ যদি না করে, সুপ্রিম কোর্টের দরজা মেয়েটির জন্য উন্মুক্ত রয়েছে। বাকি পরীক্ষা শেষে তিনি হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করতে পারবেন।
ব্যারিস্টার কাজল জানান, অতীতে এমনই এক মামলায় মতিঝিলের একটি কলেজের ১৩২ জন ছাত্রী পরীক্ষার মাত্র দুই দিন আগে সুপ্রিম কোর্টের আদেশে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। সেই মামলাটি তিনিই পরিচালনা করেন।
এছাড়া এমন অসংখ্য রায় ও আদেশ সর্বোচ্চ আদালতের রয়েছে বলেও জানান ব্যারিস্টার কাজল।
তিনি আরও জানান, মেয়েটি বা তার পরিবার চাইলে তার চেম্বার থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেওয়া হবে।
এই বার্তাটি তিনি মেয়েটির কাছে পৌঁছে দিতে অনুরোধ করেছেন যেন মেয়েটি বাকি পরীক্ষায় অংশ নেয়।