দুই প্রজন্মের দুই তারকা- জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী, এবার একসঙ্গে আসছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। তিনজনকে দেখা যাবে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্যাম্পেইন বিজ্ঞাপনে।
বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে গতকাল রবিবার, ঢাকার নিকেতনে। প্রযোজনায় আছে ‘পিন হুইল ফিল্ম’। এক তরুণ নির্মাতার পরিচালনায় মাত্র একদিনেই শেষ হয় এর শুটিং।
এই ক্যাম্পেইনের আওতায় তৈরি হচ্ছে মোট আটটি রিল ভিডিও। এর মধ্যে দুটি করে রিলে থাকছেন জয়া, মেহজাবীন ও রাফী। আর দুটি রিলে দেখা যাবে তিনজনকে একসঙ্গে।
জয়া আহসানের অংশ শুটিং করা হয়েছে ঈদের আগেই, কারণ বর্তমানে তিনি রয়েছেন কলকাতায়, ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র কাজে। এছাড়াও ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে তার আরেক সিনেমা ‘ডিয়ার মা’।
অন্যদিকে, এবারের ঈদে ছোটপর্দায় না থাকলেও বড়পর্দায় দাপুটে ছিলেন জয়া। তানিম নূরের ‘উৎসব’ ও রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।