ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাডসন তীরে ষোলআনা বাঙ্গালী আনায় রুনা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২২ বার

চলতি মাসের পুরোটা সময় জুড়েই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন ঢালিউডের সাহসী অভিনেত্রী রুনা খান। ১১ জুন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে শর্ট প্যান্ট ও টি-শার্টে তোলা কিছু সাহসী ছবি পোস্ট করে যেমন প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছিলেন, এবার তেমনই প্রশংসিত হলেন একেবারে ভিন্ন ঘরানার এক রূপে

গতকাল (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি।

অভিনেত্রীর এমন পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল- একটি ঐতিহ্যবাহী, সংবেদনশীল, এবং আত্মবিশ্বাসী নারী।
রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী। বয়স নিয়ে গোপনীয়তা নয়, বরং তা উদযাপনের পক্ষে তিনি। “বয়স লুকানোর কিছু নেই,”-এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরছেন তিনি। চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য, অভিনয় ও ফ্যাশনে একধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন।

সম্প্রতি হাডসন নদীর পাড়ে নো মেকআপ লুকে শর্ট প্যান্ট পরা ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে যেমন দৃষ্টি কেড়েছিলেন, তেমনি সমালোচনাও হয়েছিল। মন্তব্য অপশন বন্ধ থাকলেও অনেকে ছবিগুলো শেয়ার করে মতামত দিয়েছেন। কেউ কেউ সেই প্রকাশভঙ্গিকে স্বাধীনতার প্রতীক বলেও উল্লেখ করেছিলেন।
তবে এবারের লাল শাড়ি পরা রুনা খান যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন। তার অনুরাগীরা এই বাঙালি রূপে যেন মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, “লাল শাড়িতে আপনি শুধু রুনা খান নন, আপনি যেন হাজারো বাঙালি নারীর প্রতিনিধি।”

এদিকে, অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাডসন তীরে ষোলআনা বাঙ্গালী আনায় রুনা খান

আপডেট টাইম : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

চলতি মাসের পুরোটা সময় জুড়েই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন ঢালিউডের সাহসী অভিনেত্রী রুনা খান। ১১ জুন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে শর্ট প্যান্ট ও টি-শার্টে তোলা কিছু সাহসী ছবি পোস্ট করে যেমন প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছিলেন, এবার তেমনই প্রশংসিত হলেন একেবারে ভিন্ন ঘরানার এক রূপে

গতকাল (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি।

অভিনেত্রীর এমন পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল- একটি ঐতিহ্যবাহী, সংবেদনশীল, এবং আত্মবিশ্বাসী নারী।
রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী। বয়স নিয়ে গোপনীয়তা নয়, বরং তা উদযাপনের পক্ষে তিনি। “বয়স লুকানোর কিছু নেই,”-এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরছেন তিনি। চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য, অভিনয় ও ফ্যাশনে একধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন।

সম্প্রতি হাডসন নদীর পাড়ে নো মেকআপ লুকে শর্ট প্যান্ট পরা ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে যেমন দৃষ্টি কেড়েছিলেন, তেমনি সমালোচনাও হয়েছিল। মন্তব্য অপশন বন্ধ থাকলেও অনেকে ছবিগুলো শেয়ার করে মতামত দিয়েছেন। কেউ কেউ সেই প্রকাশভঙ্গিকে স্বাধীনতার প্রতীক বলেও উল্লেখ করেছিলেন।
তবে এবারের লাল শাড়ি পরা রুনা খান যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন। তার অনুরাগীরা এই বাঙালি রূপে যেন মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, “লাল শাড়িতে আপনি শুধু রুনা খান নন, আপনি যেন হাজারো বাঙালি নারীর প্রতিনিধি।”

এদিকে, অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে।