মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ইসরায়েল ও ইরানের মধ্যে যেন একটি সমঝোতা হয় এবং তিনি বিশ্বাস করেন, এর একটি ভালো সম্ভাবনা রয়েছে।
তবে তিনি সাংবাদিকদের বলেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়।
ট্রাম্প বলেন, ‘আমি আশা করি একটা সমঝোতা হবে। আমার মনে হয় এটা সমঝোতার সময়, দেখা যাক কী হয়।’
কানাডায় জি৭ সম্মেলনে যাওয়ার আগে রবিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে।’ তিনি মনে করেন ইসরায়েল ও ইরানের মধ্যে পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান আছে।
তবে ট্রাম্প ইসরায়েলকে ইরানে বিমান হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কি না তা তিনি বলতে চাননি।
এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প একই রকম মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই।’