ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশ চালানোর মতো ক্ষমতা তারেক রহমানের আছে: ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১১ বার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করব, ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো ক্ষমতা তাঁর আছে। তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব।’

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ২০১৪ সালে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ২০১৮ সালে শেখ হাসিনা তাঁর বাপের নামে শপথ করে বলেছে, ফেয়ার ইলেকশন দেব। কিন্তু ইলেকশনের দিন দেখা গেল, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাইতের এমপি বানাইল। আর ২০২৪ সালে আমি আর ডামির ইলেকশন হলো।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সহসভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশ চালানোর মতো ক্ষমতা তারেক রহমানের আছে: ফজলুর রহমান

আপডেট টাইম : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করব, ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো ক্ষমতা তাঁর আছে। তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব।’

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ২০১৪ সালে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ২০১৮ সালে শেখ হাসিনা তাঁর বাপের নামে শপথ করে বলেছে, ফেয়ার ইলেকশন দেব। কিন্তু ইলেকশনের দিন দেখা গেল, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাইতের এমপি বানাইল। আর ২০২৪ সালে আমি আর ডামির ইলেকশন হলো।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সহসভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ।