ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস অবশেষে কথা বলতে পেরেছেন। মঙ্গলবার তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন বলে নিশ্চিত করেছেন খাদিজার বাবা মাসুক মিয়া।
মাসুক মিয়া জানান, ‘ও আব্বু ডেকেছে। একেবারে আসতে। কিন্তু আমি শুনতে পেয়েছি। আমি নিজে শুনেছি। ও হালকা হালকা চিনতে পারছে পরিবারের সবাইকে। ব্যথা পেলে গোঙাচ্ছে। তবে বাম দিক এখনো অবশ।’
স্কয়ার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা মির্জা নাজিম উদ্দিন জানান, ‘ও দ্রুত উন্নতি করছে। হয়তো দুই তিন দিন পর কেবিনে দিয়ে দেব।’ তিনি আরও জানান, ‘খাদিজা এখন অল্পস্বল্প খাওয়াদাওয়া করছেন। বেশির ভাগ সময়ই তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। দুই তিন মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে আশাবাদী আমরা।’
এদিকে, খাদিজার ভাই ও চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহীন আহমেদ গতকাল সোমবার চীনে ফিরে গেছেন।