ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৭ বার

জুলাই গণআন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামশুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদের্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামি রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পিবিআই-এর এসআই আমিরুল ইসলাম মীর আসামি আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আজিজুল হক (দিদার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আর রাশেদ খান মেননের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ শুনানিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।’

মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

আপডেট টাইম : ০৭:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

জুলাই গণআন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামশুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদের্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামি রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পিবিআই-এর এসআই আমিরুল ইসলাম মীর আসামি আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আজিজুল হক (দিদার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আর রাশেদ খান মেননের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ শুনানিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।’

মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।