সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের জিমন্যাস্টরা টানা দ্বিতীয় দিনেও সাফল্য ধরে রেখেছেন। গতকাল শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তারা একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক অর্জন করেছেন।
জুনিয়র ক্যাটাগরির পোমেল হর্স ইভেন্টে মেন্তোন টনি ম্রো স্বর্ণপদক জিতেছেন। সিনিয়র ক্যাটাগরির ফ্লোর ইভেন্টে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি জিমন্যাস্ট জ্যাক আশেকুল ইসলাম রৌপ্যপদক জিতেছেন। আর জুনিয়র ক্যাটাগরির রিং ইভেন্টে প্রেন্থই ম্রো ব্রোঞ্জপদক অর্জন করেছেন।
এর আগে প্রথম দিনে বাংলাদেশের জিমন্যাস্টরা তিনটি পদক জিতেছিলেন, যার মধ্যে ছিল একটি স্বর্ণপদক। জুনিয়র দলগত বিভাগে প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা এবং মেন্তোন টনি ম্রো স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়াও প্রেন্থই ম্রো অল-অ্যারাউন্ড ইভেন্টে ব্রোঞ্জপদক এবং সিনিয়র দলগত বিভাগে বাংলাদেশ দল রৌপ্যপদক অর্জন করেছিল।