ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল ও একই থানার এসআই অনিল চন্দ্র।
আজ রবিবার সকালে জেলা পুলিশ লাইন ড্রিল সেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মুকিত সরকারের সভাপতিত্বে ২০২৫ ইং এপ্রিল মাসের কল্যাণ সভায় জেলার ১৩ টি থানার পারফরম্যান্স বিবেচনা করে থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল সহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইটনা থানার ওসি ও এসআই কে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করে তাদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল সত্যজিৎ ঘোষ ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ইটনা থানার ওসি জাফর ইকবাল বলেন আমি ইটনা থানায় গত মার্চ মাসে যোগদান করেছি। এই সময়টায় ইটনা থানার সকল মানুষের সহযোগিতা ও ভালোবাসায় থানার সার্বিক পরিস্থিতি ইনশাআল্লাহ সন্তোষজনক করতে পেরেছি।
আজকের এ অর্জন আমার একার নয় সেটা পুরো উপজেলাবাসীর। এসআই অনিল চন্দ্র বলেন এ অর্জন ভবিষ্যতে কর্মস্পৃহা বাড়াতে অনুপ্রেরণা যোগাবে।