ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাজায় ‘গণহত্যা’ নিয়ে প্রতিবাদ জানালেন হলিউড তারকারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ২২ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন হলিউড তারকারা। জোকারখ্যাত হোয়াকিন ফিনিক্স, পপ কালচারের জনপ্রিয়া পেদ্রো পাস্কাল, রিজ আহমেদ এবং গুইলিয়েরমো দেল তোরোর মতো হলিউডের খ্যাতনামা তারকারা গাজায় চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একটি চিঠি লিখেছেন।

গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, চলচ্চিত্র শিল্পের নীরব নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেছেন।

এই পিটিশনে ৩৭০ জনেরও বেশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সই করেছেন। তারা ইসরায়েলের হাতে নিহত ফাতিমা হাসুনার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ফাতিমা হাসুনা ছিলেন গাজার একজন তরুণ ফটোসাংবাদিক, যিনি ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামক ডকুমেন্টারির মুখ্য চরিত্র। এই ডকুমেন্টারিটি চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রদর্শিত হয়।

চিঠির সংগঠকরা জানান, ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশও এই চিঠিতে সই করেছেন। তিনি ছিলেন ক্যানসের চলচ্চিত্র উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি। এছাড়া রুনি মেরা, মার্কিন স্বাধীন চলচ্চিত্র পরিচালক জিম জারমাশ এবং ‘লুপিন’ সিরিজের তারকা ওমর সি-ও সই করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য তারকার মধ্যে রয়েছেন রিচার্ড গির, মার্ক রাফালো, গাই পিয়ার্স, সুসান সারানডন, হাভিয়ের বারডেম, এবং পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোদোভার, আলফন্সো কুয়ারন, মাইক লি। তারা তাদের শিল্পের এই নীরবতায় ‘লজ্জিত’ বলে উল্লেখ করেছেন।

চিঠির মূল বার্তা হলো, গাজায় চলমান মানবিক সংকটের প্রতি শিল্পী সমাজের নীরবতা ও অমনোযোগিতা। তারা শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়-কেন্দ্রিক সকল সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

গাজায় ‘গণহত্যা’ নিয়ে প্রতিবাদ জানালেন হলিউড তারকারা

আপডেট টাইম : ০৬:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন হলিউড তারকারা। জোকারখ্যাত হোয়াকিন ফিনিক্স, পপ কালচারের জনপ্রিয়া পেদ্রো পাস্কাল, রিজ আহমেদ এবং গুইলিয়েরমো দেল তোরোর মতো হলিউডের খ্যাতনামা তারকারা গাজায় চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একটি চিঠি লিখেছেন।

গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, চলচ্চিত্র শিল্পের নীরব নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেছেন।

এই পিটিশনে ৩৭০ জনেরও বেশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সই করেছেন। তারা ইসরায়েলের হাতে নিহত ফাতিমা হাসুনার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ফাতিমা হাসুনা ছিলেন গাজার একজন তরুণ ফটোসাংবাদিক, যিনি ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামক ডকুমেন্টারির মুখ্য চরিত্র। এই ডকুমেন্টারিটি চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রদর্শিত হয়।

চিঠির সংগঠকরা জানান, ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশও এই চিঠিতে সই করেছেন। তিনি ছিলেন ক্যানসের চলচ্চিত্র উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি। এছাড়া রুনি মেরা, মার্কিন স্বাধীন চলচ্চিত্র পরিচালক জিম জারমাশ এবং ‘লুপিন’ সিরিজের তারকা ওমর সি-ও সই করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য তারকার মধ্যে রয়েছেন রিচার্ড গির, মার্ক রাফালো, গাই পিয়ার্স, সুসান সারানডন, হাভিয়ের বারডেম, এবং পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোদোভার, আলফন্সো কুয়ারন, মাইক লি। তারা তাদের শিল্পের এই নীরবতায় ‘লজ্জিত’ বলে উল্লেখ করেছেন।

চিঠির মূল বার্তা হলো, গাজায় চলমান মানবিক সংকটের প্রতি শিল্পী সমাজের নীরবতা ও অমনোযোগিতা। তারা শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।