রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কী চান, তা জানেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত যে ভ্লাদিমির পুতিনও শান্তি চান।’ মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জান যায়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার সর্বসাম্প্রতিক বিমান হামলা ট্রাম্পকে মোটেই আশাহত করছে না যে তিনি মস্কো ও কিয়েভের মধ্যে এ লড়াই বন্ধ করাতে চুক্তিতে মধ্যস্থতা করতে পারবেন।
শুক্রবার গোটা দেশ জুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাতভর ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের জন্য ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করেছেন। সেই সময়ে পাঁচটি অঞ্চলে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানা হয়, আবাসিক ভবনগুলির ক্ষতি হয় এবং বাসিন্দারা আহত হন।
তবে শুক্রবার ওভাল অফিসে সংবাদদাতাদের ট্রাম্প বলেন, যখন পুতিন বলেন তিনি শান্তি চান তিনি তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস করেন।
ট্রাম্প বলেন, “আমি তাকে বিশ্বাস করি। আমার মনে হয় আমরা রাশিয়ার সঙ্গে খুব ভালো করছি। তিনি যদিও স্বীকার করেন যে এই মূহুর্তে “তারা ইউক্রেনে প্রচন্ড বোমা বর্ষণ করছে”।
পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “তিনি তাই-ই করছেন তা যে কোন ব্যক্তি করতো। আমার মনে হয় ওই অবস্থানে থেকে যে কোন ব্যক্তি ঠিক এখন তাই-ই করতো”।
ট্রাম্প কিয়েভের ব্যাপারে তার অব্যাহত হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে কি, ইউক্রেনের সঙ্গে কাজ করা আরও কঠিন হয়ে উঠছে। তাদের হাতে কোন তাস নেই।’
যখন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে আরও বিমান প্রতিরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, ট্রাম্প বলেন, তা ইউক্রেনের উপর নির্ভর করছে।