ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, নিহত ৩১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১৪ বার

দক্ষিণ বলিভিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে গিরিখাতে পড়ে যায়। এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটি হাইওয়ে থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) একটি গিরিখাতে পড়ে যায়, যা বলিভিয়ার আলটিপ্লানোতে ওরোরো এবং পোতোসির মাঝামাঝি স্থানে ঘটেছিল।

পুলিশের মুখপাত্র লিমবার্ট চোক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পৌঁছে যায়।

পুলিশের মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স সোশ্যাল মিডিয়ায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনাটির অবশ্যই তদন্ত করা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য নিহতদের পরিবারগুলো যেন শক্তি পায় সেই কামনা করি।’

প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছে পোতোসি শহরের স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব ওড়ুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, নিহত ৩১

আপডেট টাইম : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

দক্ষিণ বলিভিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে গিরিখাতে পড়ে যায়। এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটি হাইওয়ে থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) একটি গিরিখাতে পড়ে যায়, যা বলিভিয়ার আলটিপ্লানোতে ওরোরো এবং পোতোসির মাঝামাঝি স্থানে ঘটেছিল।

পুলিশের মুখপাত্র লিমবার্ট চোক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পৌঁছে যায়।

পুলিশের মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স সোশ্যাল মিডিয়ায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনাটির অবশ্যই তদন্ত করা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য নিহতদের পরিবারগুলো যেন শক্তি পায় সেই কামনা করি।’

প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছে পোতোসি শহরের স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব ওড়ুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন মারা যায়।