হাতির পালের সঙ্গে থাক্কা লেগে লাইনচ্যুত হয়ে পড়েছে ট্রেন। যাত্রীদের ক্ষতি না হলেও একই পরিবারের ছয় হাতির মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার শ্রীলংকায় ঘটেছে এই দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, শ্রীলংকার ইতিহাসে বন্যপ্রাণী সংক্রান্ত এত ভয়বাহ দুর্ঘটনা আগে ঘটেনি। হারবানার অভয়ারণ্য দিয়ে যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। ভোরের আগ দিয়ে ওই হাতির পালের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।
জানা গেছে, ধাক্কা লাগার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদে রয়েছে। দুটি হাতি দুর্ঘটনায় বেঁচে গেছে। তাদের চিকিৎসা দিচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা।
দুর্ঘটনার পরে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, আহত বাচ্চা হাতির পাশে সুরক্ষা দিতে বড় একটি হাতি দাঁড়িয়ে আছে। শুড় দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে।
শ্রীলংকায় হাতিকে জাতীয় সম্পদ বিবেচনা করা হয়। সেখানে হাতি হত্যা ও আঘাত করা ফৌজদারি অপরাধ।