ভারতের সিনেমায় ফিরলেন প্রিয়াংকা চোপড়া। দীর্ঘ ৬ বছর পর পরিচালক এস এস রাজামৌলির সিনেমা দিয়ে দর্শকের মাঝে আসছেন সাবেক এই বিশ্বসুন্দরী। বিগ বাজেটের এই সিনেমায় জুটি বাঁধবেন মহেশ বাবুর সঙ্গে। ‘বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াংকা এ খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। বেশ কয়েক বছর ধরেই হলিউডমুখী হয়েছেন অভিনেত্রী। তবে আবারও নিজ দেশের ক্যামেরায় ফিরলেন।
সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ, দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। গত ৭ ফেব্রুয়ারি প্রিয়াংকার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়েতে অংশ নিতেই আমেরিকা থেকে স্বামী-সন্তান নিয়ে মুম্বাইতে এসেছেন প্রিয়াংকা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। দিন দুয়েক আগে মুম্বাই থেকে উড়াল দিয়েছেন হায়দারাবাদে। জানা গেছে, এখানেই মহেশ বাবুর সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছু ছবি। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা।
অভিনেত্রীর পোস্ট করা এসব ছবি দেখে বোঝাই যাচ্ছে, এবার কাজে ফিরতে চলেছেন। যদিও নতুন সিনেমার কোনো আপডেট দিতে দেখা যায়নি তাকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং হবে ভারতের পাশাপাশি আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে সিনেমাটি। মহেশ বাবু এতে একজন অনুসন্ধানকারীর চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াংকার চরিত্রটিতেও দেখা যাবে কোনো এক দেবীর ছায়া।