ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের চেতনায় উন্মুক্ত কনসার্ট, জেমস ছাড়াও থাকছেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬ বার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস উদ্যাপন উপলক্ষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’।আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্টটি।

এ কনসার্টে প্রধান আকর্ষণ থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, ফারজানা ওয়াহিদ সায়ান, সেজান-হান্নান, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইটসহ আরও কিছু ব্যান্ড।

এর আগে গতকাল বুধবার ‘রিবিল্ডিং দ্য নেশন’ শিরোনামের এই কনসার্টের বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি। যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা, যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’

এরই মধ্যে কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জুলাই অভ্যুত্থানের চেতনায় উন্মুক্ত কনসার্ট, জেমস ছাড়াও থাকছেন যারা

আপডেট টাইম : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস উদ্যাপন উপলক্ষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’।আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্টটি।

এ কনসার্টে প্রধান আকর্ষণ থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, ফারজানা ওয়াহিদ সায়ান, সেজান-হান্নান, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইটসহ আরও কিছু ব্যান্ড।

এর আগে গতকাল বুধবার ‘রিবিল্ডিং দ্য নেশন’ শিরোনামের এই কনসার্টের বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি। যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা, যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’

এরই মধ্যে কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকেরা।