ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আজ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। রাশিয়ার পক্ষে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ, যিনি আগে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করেছেন।
আর আয়োজক সৌদি আরবের পক্ষ থেকে আলোচনায় সভাপতিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান।
তবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। কিয়েভ জানিয়েছে, এই আলোচনায় তাদের পক্ষ হয়ে কোনো শান্তি চুক্তি করা যাবে না।
২০১৪ সালে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া দখল করে সেটিকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ প্রথমবারের মতো অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে।। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার এক মাসের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ওয়াশিংটনের যে অবস্থান ছিল তার থেকে উল্লেখযোগ্যভাবে সরে আসার একটি নজির।