দক্ষিণ আফ্রিকায় বিশ্বের প্রথম স্বঘোষিত এক সমকামী ঈমামকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার গাড়িতে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানেরএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার আরেক ব্যক্তিসহ তিনি গাড়িতে ছিলেন। তখন সামনে পেছনে তার গাড়ি আটকে গুলি করা হয়। মুহসিন হেন্ডরিকস নামে ওই ব্যক্তি অন্য সমকামী মুসলিমদের জন্য একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন।
পুলিশ জানায়, মুখ ঢাকা দুজন আততায়ী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এরপর তার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িচালক পরে দেখেন যে পেছনে বসে থাকা মুহসিন হেন্ডরিকস গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশের এক মুখপাত্র বলেন, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা সত্যি। ভিডিওতে দেখা গেছে যে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এখনো হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।