বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী কবীর সুমন গতকাল শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে রহস্যের সৃষ্টি করেন। বিশ্ব ভালোবাসা দিবসের দিন তিনি সৌমি নামের এক নারীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আওয়ার ভ্যালেন্টাইন ২০২৫’। এরপর সৌমিকে কবীর সুমনের নতুন প্রেমিকা মনে করেন অরেনকেই। তবে কিংবদন্তি শিল্পী জানালেন, এ নারী তার প্রেমিকা নন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে ছবির ব্যাখ্যা দিয়েছেন কবীর সুমন। তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ। বার্ধক্যজনিত কারণে একা থাকা বারণ। বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার সময়েও লাঠির সাহায্য নিতে হয়। চিকিৎসকদের কড়া পরামর্শ, কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সব সময়। সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ‘
কবীর সুমন বলেন, ‘এমতাবস্থায় রোজ কোনো ছাত্রী বা অন্য কেউ পালা করে থাকেন আমার সঙ্গে। মৃন্ময়ী, কারা, সৌমীসহ ছেলে, মেয়ে নির্বিশেষে অনেকেই থাকেন। তাদের বাবা-মায়ের সঙ্গেও আমার পারিবারিক সম্পর্ক। সেদিন সৌমী ছিলেন। আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি এবং ‘‘আমাদের ভ্যালেন্টাইন’’ বলে একটা পোস্ট করি।’
তিনি আরও বলেন, ‘সৌমী মোটেই আমার প্রেমিকা নন। অন্যান্যদের মতো উনিও আমার ছাত্রী, বন্ধু। আমার বাড়িতে প্রয়োজন হলে দেখভাল করার জন্য থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়া।’
কবীর সুমনের বর্তমান স্ত্রী বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে কবীর সুমন ভারতের পশ্চিমবঙ্গের কলতাতায় আর সাবিনা ইয়াসমিন ঢাকাতেই থাকেন।