এশিয়ান লিজেন্ডস লিগ শুরু হচ্ছে আগামী মার্চ মাসের ১০ তারিখে। এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। এই দলটির অধিনায়ক বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
সদ্য সমাপ্ত বিপিএলে তামিমের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। সেই টুর্নামেন্ট চলার সময়ই এই ওপেনার জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। তখন জানিয়েছিলেন, করেছিলেন ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিজেন্ডস লিগে খেলবেন। সেই কথার সঙ্গে মিল রেখেই এবার এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে তামিমকে।
টুর্নামেন্টের ড্রাফট হয়েছে দিল্লিতে। সেখানেই তামিমকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স। এই দলটির প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হার্শেল গিবস।
বাংলাদেশ টাইগার্স ছাড়াও টুর্নামেন্টের অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস এবং এশিয়ান স্টারস। এছাড়া আফগানিস্তানের দায়িত্ব শিবনারায়ন চন্দরপল এবং এশিয়ান স্টারস দায়িত্ব সামলাবেন মারভান আতাপাত্তু।
আগামী ১০ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলবে এশিয়ান স্টারস। একই দিনে পরের ম্যাচে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে লড়বে ইন্ডিয়ান রয়্যালস। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবেন তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।
বাংলাদেশ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।