ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০ বার

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা ‘জলে জ্বলে তারা’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত রাজ রিপার সিনেমা ‘ময়না’। দুই সিনেমাই নারীপ্রধান গল্পে নির্মিত।
ইফফাত আরেফিন তন্বীর লেখা গল্পে ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এরই মধ্যে সিনেমার গান ও পোস্টার প্রকাশ করা হয়েছে।

সরকারি অনুদানে অরুন চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলাকে সার্কাসকন্যা চরিত্রে দেখা যাবে। অরুন চৌধুরী জানান, ছয়টি সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কাজের অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে অরুন চৌধুরী বলেন, ‘আমি কর্মসূত্রে সমাজের বিভিন্ন শ্রেণির, গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। আমি চাই আমার মতো করে চরিত্রটি হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। এবারও পাবে।’

মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। প্রথমবার কোনো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা। নাঈম জানান, ২০০৭ সাল থেকেই তারা খুব কাছের বন্ধু। তখন তারা গান নিয়ে ব্যস্ত ছিলেন। সেই থেকেই বন্ধুত্ব। তিনি বলেন, ‘আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ। দর্শককে নতুন কিছু দিতে চেষ্টা করেছি। আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবেন না। এ যাবৎ যত কাজ করেছি, তার মধ্যে এবারের আমি শতভাগ আলাদা।’

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এটা সত্যি যে শুটিংয়ের অনেক দিন পরে সিনেমাটি মুক্তি দিলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই সিনেমাতে তারা (মিথিলা) আর হোসেন (নাঈম) মাঝির ভালোবাসা দর্শকের আবেদনকে ফিরিয়ে আনবে।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। সর্বশেষ জাগো সিনেমায় তাকে দেখা গিয়েছিল।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু।

এদিকে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমা ময়না দিয়ে বড় পর্দায় আজ অভিষেক হচ্ছে রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চারজন নায়ক। তারা হলেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। ১৬টি প্রেক্ষাগৃহে আজ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অভিষেক সিনেমা নিয়ে স্বভাবতই বেশ উত্তেজিত রাজ রিপা, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার প্রথম সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’

জাজ মাল্টিমিডিয়ার দহন সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে মুক্তি নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু মুক্তির আগেই মুক্তি পাচ্ছে ময়না।

মঞ্জুরুল ইসলাম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। এটি একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ।

বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা

আপডেট টাইম : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা ‘জলে জ্বলে তারা’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত রাজ রিপার সিনেমা ‘ময়না’। দুই সিনেমাই নারীপ্রধান গল্পে নির্মিত।
ইফফাত আরেফিন তন্বীর লেখা গল্পে ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এরই মধ্যে সিনেমার গান ও পোস্টার প্রকাশ করা হয়েছে।

সরকারি অনুদানে অরুন চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলাকে সার্কাসকন্যা চরিত্রে দেখা যাবে। অরুন চৌধুরী জানান, ছয়টি সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কাজের অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে অরুন চৌধুরী বলেন, ‘আমি কর্মসূত্রে সমাজের বিভিন্ন শ্রেণির, গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। আমি চাই আমার মতো করে চরিত্রটি হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। এবারও পাবে।’

মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। প্রথমবার কোনো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা। নাঈম জানান, ২০০৭ সাল থেকেই তারা খুব কাছের বন্ধু। তখন তারা গান নিয়ে ব্যস্ত ছিলেন। সেই থেকেই বন্ধুত্ব। তিনি বলেন, ‘আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ। দর্শককে নতুন কিছু দিতে চেষ্টা করেছি। আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবেন না। এ যাবৎ যত কাজ করেছি, তার মধ্যে এবারের আমি শতভাগ আলাদা।’

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এটা সত্যি যে শুটিংয়ের অনেক দিন পরে সিনেমাটি মুক্তি দিলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই সিনেমাতে তারা (মিথিলা) আর হোসেন (নাঈম) মাঝির ভালোবাসা দর্শকের আবেদনকে ফিরিয়ে আনবে।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। সর্বশেষ জাগো সিনেমায় তাকে দেখা গিয়েছিল।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু।

এদিকে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমা ময়না দিয়ে বড় পর্দায় আজ অভিষেক হচ্ছে রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চারজন নায়ক। তারা হলেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। ১৬টি প্রেক্ষাগৃহে আজ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অভিষেক সিনেমা নিয়ে স্বভাবতই বেশ উত্তেজিত রাজ রিপা, ‘অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার প্রথম সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।’

জাজ মাল্টিমিডিয়ার দহন সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে মুক্তি নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু মুক্তির আগেই মুক্তি পাচ্ছে ময়না।

মঞ্জুরুল ইসলাম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। এটি একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ।

বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।