ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার

যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি পায়ে শেকল পরিয়ে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরানো হয়েছে।এবার সেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যও। অবৈধ অভিবাসী ধরতে তারা বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশের দোকান, নেল পার্লারে অভিযান চালাচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইং‌ল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকেই সাত অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে। জানুয়ারি মাসজুড়ে ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। চার্টার ফ্লাইটে করে অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত অপরাধীও রয়েছে।

অবৈধ অভিবাসীদের ধরতে এই অভিযান নিয়ে কুপার বলেন, তার বিভাগের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম এই বছরের জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি অভিযান চালিয়েছে। আগের বছরের তুলনায় গ্রেফতার হয়েছে ৭৩ শতাংশ বেশি। তিনি জানান, এই অবৈধ অভিবাসীদের বেআইনিভাবে কাজে নিয়োগ করে তাদের শোষণ করা হচ্ছিল। গত একমাসে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করার জন্য বিভিন্ন সংস্থাকে ১০৯০টি নোটিস পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এসব ক্ষেত্রে নিয়োগদাতা দোষী সাব্যস্ত হলে প্রতি অবৈধ অভিবাসী শ্রমিকের জন্য ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন তারা।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন আইন অবশ্যই মানতে হবে এবং প্রয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের শোষণ করে এসেছেন। অনেকেই অবৈধভাবে এখানে কাজ করতে পেরেছেন। এর জেরে মানুষের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে ইংলিশ চ্যানেল পার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

খালেদা জিয়া-তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন জামায়াত আমির

এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৬:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি পায়ে শেকল পরিয়ে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরানো হয়েছে।এবার সেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যও। অবৈধ অভিবাসী ধরতে তারা বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশের দোকান, নেল পার্লারে অভিযান চালাচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইং‌ল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকেই সাত অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে। জানুয়ারি মাসজুড়ে ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। চার্টার ফ্লাইটে করে অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত অপরাধীও রয়েছে।

অবৈধ অভিবাসীদের ধরতে এই অভিযান নিয়ে কুপার বলেন, তার বিভাগের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম এই বছরের জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি অভিযান চালিয়েছে। আগের বছরের তুলনায় গ্রেফতার হয়েছে ৭৩ শতাংশ বেশি। তিনি জানান, এই অবৈধ অভিবাসীদের বেআইনিভাবে কাজে নিয়োগ করে তাদের শোষণ করা হচ্ছিল। গত একমাসে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করার জন্য বিভিন্ন সংস্থাকে ১০৯০টি নোটিস পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এসব ক্ষেত্রে নিয়োগদাতা দোষী সাব্যস্ত হলে প্রতি অবৈধ অভিবাসী শ্রমিকের জন্য ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন তারা।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন আইন অবশ্যই মানতে হবে এবং প্রয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের শোষণ করে এসেছেন। অনেকেই অবৈধভাবে এখানে কাজ করতে পেরেছেন। এর জেরে মানুষের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে ইংলিশ চ্যানেল পার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।