ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার

আবারও যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা হয়েছে।মার্কিন বিমানবন্দরে দুইটি বাণিজ্যিক বিমানের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, লস অ্যাঞ্জেলেসের অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।

ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ বাণিজ্যিক জেটকে ধাক্কা দেয়।’ তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ডেভ ফোলিও বলেন, একজনকে উদ্ধার করার জন্য ইউনিটগুলো রানওয়েতে ছিল।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদের বলতে পারি আমরা সেখানে পাঁচজন ছিলাম, একজন হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মারা গেছে, দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ। প্রথমে ৩০ জানুয়ারি, ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যায়। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার এক ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্তে সাতজন নিহত ও ১৯ জন আহত হয়। গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তাদের কেউ বেঁচে নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

আপডেট টাইম : ০৬:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আবারও যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা হয়েছে।মার্কিন বিমানবন্দরে দুইটি বাণিজ্যিক বিমানের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, লস অ্যাঞ্জেলেসের অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।

ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ বাণিজ্যিক জেটকে ধাক্কা দেয়।’ তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ডেভ ফোলিও বলেন, একজনকে উদ্ধার করার জন্য ইউনিটগুলো রানওয়েতে ছিল।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদের বলতে পারি আমরা সেখানে পাঁচজন ছিলাম, একজন হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মারা গেছে, দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ। প্রথমে ৩০ জানুয়ারি, ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যায়। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার এক ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্তে সাতজন নিহত ও ১৯ জন আহত হয়। গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তাদের কেউ বেঁচে নেই।