তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। বাধা পেয়ে তারা সড়কেই অবস্থান নেন।
আজ সোমবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ-বাংলামোটর রোডে যানযট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ এসে যদি আমাদের সঙ্গে দেখা না করে আমরা আন্দোলন চালিয়ে যাব।
প্রবাসীদের ৩ দাবির মধ্যে রয়েছে- প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে। প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
পরে কর্মসূচি থেকে রমনা জোন পুলিশের সমঝোতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় যাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জনের একটি প্রতিনিধিদল৷
প্রতিনিধিদলে রয়েছেন- আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।
এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, ‘আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনো দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেপ্তার হচ্ছেন।’