দীর্ঘদিন পর আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পপি। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মা-ভাই-বোনদের সঙ্গে প্রকাশ্যে কথা বলেছেন তিনি। এ ঘটনায় সহকর্মীরাও পপিকে নিয়ে মন্তব্য করেছেন।
চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। এবার তিনিও ফেসবুকে পপিকে নিয়ে লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা-সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।’
পোস্টটি নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি। বিনোদন অঙ্গনের অনেকেই এতে মন্তব্য করেছেন। কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি লিখেছেন, ‘অনেক ভালোবাসা পপি। সবসময় আপু বলে ডাকতে। বড় বোনের জায়গায় সবসময় আমাদের দোয়া আছে তোমার জন্য। ভালো থেকো পপি।’
‘কুলি’ ছাড়াও পপি ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।