একটি কনসার্টে অংশ নিতে গত বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দেশটির ভার্জিনিয়ায় কনসার্ট শুরুর আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত নিয়ে যাওয়া হয় সেখানকার একটি হাসাপাতালে। তবে আর ফেরা হয়নি এই ব্যান্ড তারকার। দু’দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৪ জুলাই মৃত্যুবরণ করেন মাইলস ব্যান্ডের এই গায়ক। দেখতে দেখতে তাকে হারানোর ৭ মাস হতে চলল। প্রয়াত এই ব্যান্ড তারকার স্মরণে এবার কনসার্টের আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি’তে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের এই কনসার্ট। যেখানে গানে গানে শাফিনকে স্মরণ করবেন তার গানের সহযোদ্ধারা। কনসার্টে শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস ছাড়াও পারফর্ম করবে ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি। গানের পাশাপাশি এতে প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। দেখানো হবে তার জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি তথ্যচিত্রও।
শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজ থেকে গায়কের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান ও বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর একদিন পরেই পেজটি থেকে এই কনসার্টের ঘোষণা আসে।
কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে এতে বলা হয়, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’
জানা গেছে, শাফিন আহমেদের ট্রিবিউট কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে ই-টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম ৩ হাজার টাকা এবং রেগুলার ক্যাটাগরি ১ হাজার ৫০০ টাকা। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।