ব্রাজিলের ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান।এতে আরোহী দুইজনই নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে বার ফুন্ডা অঞ্চলের একটি মহাসড়কে ভেঙে পড়ে কিং এয়ার এফ৯০ নামে বিমানটি। বিধ্বস্ত হওয়ার পর একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। ফলে বাসটিতে আগুন লেগে পুড়ে যায়। বাসে কোনো যাত্রী ছিল না।
অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী বিমানটির ভেতর থেকে দুইটি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে। একজন মোটরসাইকেল আরোহী ও বাসচালক আহত হয়েছেন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শুনে এবং কালো ধোঁয়ার দেখতে পায়।
বিমানটি সকাল ৭টা ১৫ মিনিটে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে রওনা হয়ে দক্ষিণ-পূর্বের পোরটো আলেগ্রে যাচ্ছিল। পুলিশ ও ব্রাজিল বিমান বাহিনী দুর্ঘটনার কারণ এবং সম্ভাব্য দায় নিয়ে তদন্ত করছে।
কয়েকদিন আগে ২৮ জানুয়ারি ব্রাজিলের মিনাস গেরিস রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় অন্তত সাতজন নিহত হন। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হন।