ভালো যাচ্ছে না জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার জীবন! স্বামী কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দাম্পত্য জীবন টিকে আছে কি না, তা নিয়েও আছে বিস্তর গুঞ্জন। শোবিজে কান পাতলে শোনা যায়, এক ছাদের নিচে থাকছেন না সৃজিত-মিথিলা। এমনকি এখন কলকাতাতেও খুব একটা যান না মিথিলা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয় সৃজিত প্রসঙ্গে। তবে এর উত্তর দিতে নারাজ অভিনেত্রী। মিথিলার স্পষ্ট জবাব- এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন, ‘আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে, এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এ বিষয় নিয়ে কোনো কথা বলব না।’
‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন।’ বললেন মিথিলা।
এদিকে, অরুণ চৌধুরীর পরিচালনায় ‘জলে জ্বলে তারা’য় জুটি বেঁধেছেন অভিনেতা এফএস নাঈম ও মিথিলা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে। আর এর মধ্যদিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় পর বড় পর্দায় হাজির হচ্ছেন নাঈম।