খুব বেশি সময় বাকি নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আট দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, চলবে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর এবং দুবাইতে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। টুর্নামেন্ট শুরুর প্রায় ১৫ দিন আগে আজ আম্পায়ার ও রেফারিদের নাম প্রকাশ করেছে আইসিসি।
চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার হিসেবে বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ছাড়াও দায়িত্ব পালন করবেন ১২ জন। আর রেফারি হিসেবে রাখা হয়েছে ৩ জনকে।
এবারের আগে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ইংল্যান্ডে, ২০১৭ সালে। সেই টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকা পালন করা ৬ জন থাকছেন আসন্ন টুর্নামেন্টেও। এর মধ্যে আছেন ১০৮টি ওয়ানডেতে মাঠে আম্পায়ারিং করা রিচার্ড ইলিংওয়ার্থও। ২০১৭ সালে একই ভূমিকায় থাকা অন্য পাঁচ আম্পায়ার হলেন- ক্রিকেট জেফানি, কুমার ধর্মসেনা, পল রাইফেল ও রড টাকার।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করা বেশিরভাগ আম্পায়ারই এবার চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব সামলাবেন। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সেই ফাইনালে মাঠে থাকা রিচার্ড ক্যাটেলবরা আর ইলিংওয়ার্থও। বাকিদের মধ্যে আছেন মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স হার্ফ ও জোয়েল উইলসন।
চ্যাম্পিয়নস ট্রফিতে রেফারির দায়িত্ব পালন করতে যাওয়া তিনজন হলেন, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। তারা সবাই আইসিসি এলিট প্যানেলের। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ম্যাচ রেফারি ছিলেন বুন। সেই টুর্নামেন্টে ছিলেন পাইক্রফটও। আর ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের দায়িত্বে ছিলেন মাদুগালে।
চ্যাম্পিয়নস ট্রফির ১২ আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবরা, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স হার্ফ, জোয়েল উইলস, কুমার ধর্মসেনা, রডনি টাকার, পল রাইফেল, ক্রিস জেফানি।
চ্যাম্পিয়নস ট্রফির ৩ ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট