সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি।
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ আহমেদ আল-শারার প্রতি সমর্থন ও তার সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে।
পাশাপাশি কাতার ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর সমর্থনও উপভোগ করছেন সিরিয়ার এই নতুন নেতা।সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, সফরকালে আল-শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, আল-শারা ও তাঁর পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পথে আছেন।
সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ক্ষমতা থেকে আসাদকে উত্খাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের এক সম্মেলনে এই সিদ্ধান্ত হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান নেতা আল-শারা। এইচটিএস জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক শাখা।সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে নুসরা ফ্রন্ট দেশটিতে আল-কায়েদার শাখা ছিল।
নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত হয়ে ওঠে।