ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিতুমীরে অনশনরত ৩ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েকজন ছাত্র।পাঁচ দিন ধরে চলা এ কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১ জন ছাত্র অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার দুপুরে অনশনরত ছাত্রদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহম্মেদ এ তথ্য জানান।

আশঙ্কাজনক ছাত্ররা হলেন- রাশেদ, রায়হান ও রানা।

ডাক্তার রাসেল আহম্মেদ বলেন, ‘তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অবস্থা বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না। যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছি। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে ছাত্ররা।’

তিতুমীর কলেজের ছাত্র আরাফাত বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি যাতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তিতুমীরে অনশনরত ৩ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক

আপডেট টাইম : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েকজন ছাত্র।পাঁচ দিন ধরে চলা এ কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১ জন ছাত্র অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার দুপুরে অনশনরত ছাত্রদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহম্মেদ এ তথ্য জানান।

আশঙ্কাজনক ছাত্ররা হলেন- রাশেদ, রায়হান ও রানা।

ডাক্তার রাসেল আহম্মেদ বলেন, ‘তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অবস্থা বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না। যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছি। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে ছাত্ররা।’

তিতুমীর কলেজের ছাত্র আরাফাত বলেন, ‘অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি যাতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাচ্ছি।’