ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুই পক্ষ শান্তিপূর্ণভাবে ইজতেমা পালন করবে: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১২ বার

তাবলিগ জামাতের দুই পক্ষ দুই পর্বে শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে ইজতেমা মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনেসাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ‘কিছুদিন আগে ইজতেমার দুই পক্ষের মধ্যে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে ইজতেমার দুই পক্ষের মুরুব্বিদের সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারির ৩১ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ে নিজামের ইজতেমা হবে। পরবর্তী সময়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেন নাই।’

এ সময় ইজতেমাকে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবামূলক সংস্থার সঙ্গে সমন্বয় করে একযোগে কাজ করে যাচ্ছে। ১৬টি ওয়াচ টাওয়ার ডিজিটাল বাইনোকুলারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দান নজরদারিতে থাকবে। সম্পূর্ণ মাঠ সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে, যেন সন্দেহজনক কাউকে সনাক্ত করা যায়। ইজতেমা ময়দানে ড্রোনের ব্যবস্থাও করা হবে। এছাড়া ৩৫টি রুফটপে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রাখবে।

এ সময় তিনি জানান, পুলিশের কয়েক হাজার সদস্যদেরকে ইজতেমার আয়োজককারীদের পক্ষ থেকে ১০ হাজার সদস্য সহযোগিতা করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মুসল্লিদের নিরাপত্তার জন্য কাজ করবেন। ইজতেমা উপলক্ষে ৩১শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাতের দিন ইজতেমার আশপাশ এলাকাতেও যানবাহন বন্ধ থাকবে। তবে, শুধুমাত্র ইজতেমার কাজের ব্যবহৃত যানবাহন চলবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহিরুল হক সোহান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. যাবের সাদেক, শূরায়ে নিজামের মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারন সম্পাদক সালাউদ্দিনসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দুই পক্ষ শান্তিপূর্ণভাবে ইজতেমা পালন করবে: আইজিপি

আপডেট টাইম : ০৭:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

তাবলিগ জামাতের দুই পক্ষ দুই পর্বে শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে ইজতেমা মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনেসাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ‘কিছুদিন আগে ইজতেমার দুই পক্ষের মধ্যে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে ইজতেমার দুই পক্ষের মুরুব্বিদের সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারির ৩১ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ে নিজামের ইজতেমা হবে। পরবর্তী সময়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেন নাই।’

এ সময় ইজতেমাকে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবামূলক সংস্থার সঙ্গে সমন্বয় করে একযোগে কাজ করে যাচ্ছে। ১৬টি ওয়াচ টাওয়ার ডিজিটাল বাইনোকুলারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দান নজরদারিতে থাকবে। সম্পূর্ণ মাঠ সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে, যেন সন্দেহজনক কাউকে সনাক্ত করা যায়। ইজতেমা ময়দানে ড্রোনের ব্যবস্থাও করা হবে। এছাড়া ৩৫টি রুফটপে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রাখবে।

এ সময় তিনি জানান, পুলিশের কয়েক হাজার সদস্যদেরকে ইজতেমার আয়োজককারীদের পক্ষ থেকে ১০ হাজার সদস্য সহযোগিতা করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মুসল্লিদের নিরাপত্তার জন্য কাজ করবেন। ইজতেমা উপলক্ষে ৩১শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাতের দিন ইজতেমার আশপাশ এলাকাতেও যানবাহন বন্ধ থাকবে। তবে, শুধুমাত্র ইজতেমার কাজের ব্যবহৃত যানবাহন চলবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহিরুল হক সোহান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. যাবের সাদেক, শূরায়ে নিজামের মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারন সম্পাদক সালাউদ্দিনসহ প্রমুখ।