ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন সাবেক সচিব ইসমাইল রিমান্ডে অবশেষে বিল পাস করে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু হচ্ছে: ডিএমপি কমিশনার নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘সড়কে নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত

বিজয় দিবসের ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৫ বার

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরিবারের সঙ্গে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে গেছেন। তবে এবারের বিজয় দিবসের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটার চিত্রটা একটু ভিন্ন। দেশের অন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের চাপ লক্ষ্য করা গেলেও কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) কুয়াকাটার অধিকাংশ দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, পর্যটকদের তেমন একটা চাপ  নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোর মতই স্বাভাবিক পর্যটক রয়েছে কুয়াকাটায়। ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটকদের চাপ কিছুটা কম।

প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে থাকে উপচেপড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটায়। কিন্তু এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। কিছুটা হতাশ হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা সাদেকুর রহমান বলেন, পরিবার নিয়ে এই প্রথম কুয়াকাটায় আসলাম। সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়েছি এবং সঙ্গে যুক্ত আছে আরও এক দিনের বিজয় দিবসের ছুটি। এখন টানা চার দিনের ছুটি পেয়েছি। বেশ ভালোই লাগছে আমার । তবে এত কম পর্যটক থাকবে কুয়াকাটায় সেটা আশা করিনি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, আমরা আশা করেছিলাম কুয়াকাটায় বিজয় দিবসের ছুটিতে হোটেল-মোটেল রিসোর্টগুলো শতভাগ বুকিং থাকবে। তবে কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেল ও রিসোর্টগুলোতে ৮০ শতাংশ রুম বুকিং হলেও দ্বিতীয় শ্রেণির ও সাধারণ হোটেলগুলোতে নেই আশানুরূপ পর্যটক।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, শীত মৌসুম আগমনের সাথে সাথে পর্যটকদের বাড়তি একটি চাপ থাকে কুয়াকাটা। কারণ বর্ষা মৌসুমে শুধু কুয়াকাটার মধ্যেই বেড়ানো যায়। কিন্তু শীত মৌসুমে কুয়াকাটা সমুদ্র হয়ে প্রায় ১২/১৪টি দ্বীপে ঘুরতে যাওয়া যায়। কিন্তু এ বছর শীত মৌসুম শুরু হলেও এখন পর্যন্ত কুয়াকাটায় কাঙিক্ষত পর্যটকদের দেখা মেলেনি। তবে সামনের দিকে পর্যটকদের ভালো উপস্থিতি হবে বলে মনে করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. জিয়াউল আহসান তালুকদার বলেন, প্রতি বছর ডিসেম্বরজুড়ে পর্যটকদের চাপ থাকে। কিন্তু এ বছর খুবই কম। তবে সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। বিজয় দিবস উপলক্ষ্যে আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। পোশাকে এবং সাদা পোশাকে আমাদের টিম কাজ করছে। পর্যটক কম থাকলেও নিরাপত্তায় কোনো কমতি নেই কুয়াকাটায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিজয় দিবসের ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়

আপডেট টাইম : ০৬:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরিবারের সঙ্গে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে গেছেন। তবে এবারের বিজয় দিবসের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটার চিত্রটা একটু ভিন্ন। দেশের অন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের চাপ লক্ষ্য করা গেলেও কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) কুয়াকাটার অধিকাংশ দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, পর্যটকদের তেমন একটা চাপ  নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোর মতই স্বাভাবিক পর্যটক রয়েছে কুয়াকাটায়। ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটকদের চাপ কিছুটা কম।

প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে থাকে উপচেপড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটায়। কিন্তু এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। কিছুটা হতাশ হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা সাদেকুর রহমান বলেন, পরিবার নিয়ে এই প্রথম কুয়াকাটায় আসলাম। সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়েছি এবং সঙ্গে যুক্ত আছে আরও এক দিনের বিজয় দিবসের ছুটি। এখন টানা চার দিনের ছুটি পেয়েছি। বেশ ভালোই লাগছে আমার । তবে এত কম পর্যটক থাকবে কুয়াকাটায় সেটা আশা করিনি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, আমরা আশা করেছিলাম কুয়াকাটায় বিজয় দিবসের ছুটিতে হোটেল-মোটেল রিসোর্টগুলো শতভাগ বুকিং থাকবে। তবে কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেল ও রিসোর্টগুলোতে ৮০ শতাংশ রুম বুকিং হলেও দ্বিতীয় শ্রেণির ও সাধারণ হোটেলগুলোতে নেই আশানুরূপ পর্যটক।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, শীত মৌসুম আগমনের সাথে সাথে পর্যটকদের বাড়তি একটি চাপ থাকে কুয়াকাটা। কারণ বর্ষা মৌসুমে শুধু কুয়াকাটার মধ্যেই বেড়ানো যায়। কিন্তু শীত মৌসুমে কুয়াকাটা সমুদ্র হয়ে প্রায় ১২/১৪টি দ্বীপে ঘুরতে যাওয়া যায়। কিন্তু এ বছর শীত মৌসুম শুরু হলেও এখন পর্যন্ত কুয়াকাটায় কাঙিক্ষত পর্যটকদের দেখা মেলেনি। তবে সামনের দিকে পর্যটকদের ভালো উপস্থিতি হবে বলে মনে করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. জিয়াউল আহসান তালুকদার বলেন, প্রতি বছর ডিসেম্বরজুড়ে পর্যটকদের চাপ থাকে। কিন্তু এ বছর খুবই কম। তবে সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। বিজয় দিবস উপলক্ষ্যে আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। পোশাকে এবং সাদা পোশাকে আমাদের টিম কাজ করছে। পর্যটক কম থাকলেও নিরাপত্তায় কোনো কমতি নেই কুয়াকাটায়।