ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ‘রাস্তার কুকুর’ বললেন বিজেপি নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৫ বার

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারতবিরোধীতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ‌্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান জানিয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন।
বিজেপি নেতা বলেন, সারাবিশ্বের কতজন মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে? কিন্তু ভারত সম্পর্কে সবাই জানে। ভারত এখন চীন ও পাকিস্তানের সঙ্গে টেক্কা দিচ্ছে।

ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক বলেও মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশে অস্থিরতা বন্ধ করতে সরকারকে সরাসরি অনুরোধ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করছি।

ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশিরা যা বলছে, তা রাস্তার কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ পানি, খাদ্যশস্য, চিকিৎসা অন্যান্য বিভিন্ন কারণে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহায়তা ছাড়া তারা কীভাবে টিকে থাকবে?

গত ৫ আগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে বিজেপির নেতা বিভিন্ন সময়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন।

এর আগে গত ৮ ডিসেম্বর বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং বলেছিলেন, ১৫ মিনিট সময় পেলে বাংলাদেশ ক্লিয়ার করে ফেলব।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে বলেন, মোদিজি, মাত্র ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব।

এর পরের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে ওপার থেকে এপারে আসতে চাইছেন। সীমান্তে তাদের আটকে দিচ্ছে বিএসএফ। অনেকে বলছে ওরা বিহার দখল করে নেবে। যারা দখল করার কথা বলছেন তাদের হিম্মত থাকলে তা করুন। আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাংলাদেশিদের ‘রাস্তার কুকুর’ বললেন বিজেপি নেতা

আপডেট টাইম : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারতবিরোধীতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ‌্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান জানিয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন।
বিজেপি নেতা বলেন, সারাবিশ্বের কতজন মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে? কিন্তু ভারত সম্পর্কে সবাই জানে। ভারত এখন চীন ও পাকিস্তানের সঙ্গে টেক্কা দিচ্ছে।

ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক বলেও মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশে অস্থিরতা বন্ধ করতে সরকারকে সরাসরি অনুরোধ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করছি।

ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশিরা যা বলছে, তা রাস্তার কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ পানি, খাদ্যশস্য, চিকিৎসা অন্যান্য বিভিন্ন কারণে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহায়তা ছাড়া তারা কীভাবে টিকে থাকবে?

গত ৫ আগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে বিজেপির নেতা বিভিন্ন সময়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন।

এর আগে গত ৮ ডিসেম্বর বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং বলেছিলেন, ১৫ মিনিট সময় পেলে বাংলাদেশ ক্লিয়ার করে ফেলব।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে বলেন, মোদিজি, মাত্র ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব।

এর পরের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে ওপার থেকে এপারে আসতে চাইছেন। সীমান্তে তাদের আটকে দিচ্ছে বিএসএফ। অনেকে বলছে ওরা বিহার দখল করে নেবে। যারা দখল করার কথা বলছেন তাদের হিম্মত থাকলে তা করুন। আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?