মারা গেছেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি নিল ফ্রেজার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৫৯ সালে বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়ের খেতাব পান ফ্রেজার। পরে ১৯৮৪ সালে টেনিস হল অফ ফেমে জায়গা পান তিনি।
ফ্রেজারের উইম্বলডন ও ইউএস ওপেনে সিঙ্গলস ছাড়াও ডাবলস এবং মিক্সড ডাবলস জয়ের কৃতিত্ব রয়েছে। এমন কৃতিত্ব আর কোনো টেনিস খেলোয়াড় দেখাতে পারেননি। ইউএস ওপেনে ১৯৫৯ এবং ১৯৬০ সালে পর পর দু’বছর তিনটি করে খেতাব জিতেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২৪ বছর ডেভিস কাপ খেলেছেন। চার বার দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ফ্রেজার। নিজের দেশের গ্র্যান্ড স্ল্যামে ডাবলস এবং মিক্সড ডাবলস খেতাব জিতলেও সিঙ্গলসে চ্যাম্পিয়ন হতে পারেননি কখনও। তিন বার ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি ফ্রেজারের।