নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ ২১শে আগস্ট গ্রেনেট হামলার মামলায় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় মদন উপজেলায় আমজনতা আনন্দ মিছিল করেছে।
রোববার (১ডিসেম্বর) বিকালে বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হলে সাধারণ জনগণ মিছিলে সম্পৃক্ত হলে মিছিলটি আমজনতার আনন্দ মিছিলে পরিণত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তাং এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সা. সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সা. সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শেখ বদরুজ্জামান মানিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফ আহমদ সেকুল, শামসুল আলম লালু, শহিদুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মিল্কী, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস ও সা. সম্পাদক আব্দুল হান্নান, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সা. সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সা. সম্পাদক আল আমিন, উপজেলা ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল ও সা. সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদল আহবায়ক মাহমুদুর রহমান মিটু ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।