জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবসৃষ্ট কারণে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। বর্ষাকালে কিছুদিন ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও আবারও বায়ুদূষণ বেড়েছে। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে।
তালিকা অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬২। আর বায়ুদূষণে ২৫৮ স্কোর নিয়ে তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ পাকিস্তানের ‘লাহোর’।
১৬৭ স্কোর নিয়ে রাজধানী ঢাকা অবস্থান ৫ম। নাগরিকদের জন্য বাতাসের এই মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, আর চতুর্থ অবস্থানে থাকা কাজাখস্তানের রাজধানী আস্তানার স্কোর ১৯২।