ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টানা তৃতীয় দিনেও মহাসড়কে শ্রমিকদের অবরোধ, দুর্ভোগ চরমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৪ বার

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ চালিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকরা।মহাসড়কের অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, এবং সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও সফল হতে পারেনি বলে জানা গেছে।

এদিকে অবরোধের কারণে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে হাজারো গণপরিবহনের যাত্রী, শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

জানা গেছে, মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন।তাদের সেই অবরোধ আজ তৃতীয় দিনেও অব্যহত রয়েছে। মহাসড়কে অবস্থানরত শ্রমিকরা পালাক্রমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং সড়কের পূর্ব পাশে মাইকের মাধ্যমে তাদের অবস্থানের আহ্বান জানানো হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রবিবার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের বেতন পরিশোধের জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছিল, তবে তারা তা মানেননি। একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের পর শ্রমিকরা আশ্বস্ত হতে পারছেন না এবং বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধের শুরু থেকেই পুলিশসহ যৌথ বাহিনী শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, তবে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অনড়।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টানা তৃতীয় দিনেও মহাসড়কে শ্রমিকদের অবরোধ, দুর্ভোগ চরমে

আপডেট টাইম : ১১:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ চালিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকরা।মহাসড়কের অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, এবং সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও সফল হতে পারেনি বলে জানা গেছে।

এদিকে অবরোধের কারণে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে হাজারো গণপরিবহনের যাত্রী, শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

জানা গেছে, মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন।তাদের সেই অবরোধ আজ তৃতীয় দিনেও অব্যহত রয়েছে। মহাসড়কে অবস্থানরত শ্রমিকরা পালাক্রমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং সড়কের পূর্ব পাশে মাইকের মাধ্যমে তাদের অবস্থানের আহ্বান জানানো হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রবিবার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের বেতন পরিশোধের জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছিল, তবে তারা তা মানেননি। একাধিক প্রতিশ্রুতি ভঙ্গের পর শ্রমিকরা আশ্বস্ত হতে পারছেন না এবং বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধের শুরু থেকেই পুলিশসহ যৌথ বাহিনী শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, তবে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অনড়।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।