সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্র পাওয়ার পরও মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা আহসান সারোয়ারের সিনেমা ‘রং ঢং’। অবশেষ এটি আসছে প্রেক্ষাগৃহে। আগামী ৮ নভেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক ও নির্মাতা নিজেই।
প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।
পর্দায় দেখা যাবে, সিনেমা ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে রয়েছেন মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডলসহ অনেকে।
ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট ও তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন ও আদি।