ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর দেশে ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৫ কোটি ডলার ইটনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ প্রবাসে প্রেমিক ও লালমাইয়ে নববধূর আত্মহত্যা, চিরকুটে একই কবরে দাফনের অনুরোধ খুনের চার মাস পর নারীর মরদেহ উদ্ধার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি : রিজওয়ানা হাসান সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ পেট্রাপোল বন্দর পরিদর্শনে অমিত শাহ, বেনাপোলে ভোগান্তি অভিনয়ে সাফল্য পাননি তবুও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী!

অভিনয়ে সাফল্য পাননি তবুও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৩ বার

 সেলেনা গোমেজ, টেইলর সুইফট, রিয়ান্নার মতো বিশ্ববিখ্যাত তারকাদের বিপুল অর্থ তার কাছে কিছুই নয়। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা টাইলার পেরি, যিনি একজন নাট্যকার এবং অভিনেতা হিসাবে নিজের ক্যারিয়ার গড়েছেন ও অর্থ উপার্জন করেছেন, তার থেকেও বেশি ধনী তিনি। টাইলার নিজস্ব স্টুডিওর মালিক এবং মাদিয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিখ্যাতও, যা তাকে ১.৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক বানিয়েছে। সেই টাইলারের সম্পত্তিও তার জন্য সমুদ্রে এক গ্লাস পানির মতন। টাইলারের চেয়ে পাঁচ গুণেরও বেশি ধনী বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেত্রী।

নাম তার জামি গের্টজ, এক আমেরিকান অভিনেত্রী, এখন একজন সফল ব্যবসায়ী মহিলা হয়ে উঠেছেন। এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী জামি, তার মোট সম্পদ ৮ বিলিয়ন মার্কিন ডলার। তার এই পরিমাণ সম্পত্তি কিন্তু অন্যান্য সেলিব্রিটি, পুরুষ বা মহিলার তুলনায় অনেক বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিশ্বের তিন অতি জনপ্রিয় নাম টেলর সুইফট, যার মোট সম্পত্তি ১.৬ বিলিয়ন ডলার, রিহানা, মোট মূল্য ১.৪ বিলিয়ন ডলার এবং সেলেনা গোমেজ, হাতে তার ১.৩ বিলিয়ন ডলার, এই তিনজনের মোট সম্পদ এক করলেও জামিকে ছুঁতে পারবেন না।

১৯৬৫ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন জামি গের্টজ। ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ১৯৮৭ সালে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ‘লেস দ্যান জিরো’-তে দারুণ কাজ করে সুপরিচিত হন। একই বছরে, ভ্যাম্পায়ার মুভি ‘দ্য লস্ট বয়েজ’-এ একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন। যদিও একজন প্রধান অভিনেত্রী হিসেবে, জামি গের্টজ বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি, তাই তিনি সাপোর্টিং ভূমিকায় কাজ করতে বাধ্য হন। ৯০-এর দশকে ‘টুইস্টার’ এর মতো সুপরিচিত সিনেমা এবং ‘অ্যালি ম্যাকবিল’ এর মতো টিভি শোতে অভিনয় করেন। সম্প্রতি, ২০২২ সালের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’-এ একটি ক্যামিও করেছেন তিনি।

যদিও জামি গের্টজ-এর অভিনয় জীবনে এমন কিছু সাফল্য পাননি, তার ব্যবসায়িক বিনিয়োগের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হয়ে উঠেছেন। ১৯৮৯ সালে, তিনি বিলিয়নেয়ার ব্যবসায়ী টনি রেসলারকে বিয়ে করেন। একসঙ্গে, তারা মিলওয়াকি ব্রুয়ার্স বেসবল দল এবং আটলান্টা হকস বাস্কেটবল দলকে এগিয়ে নিয়ে যান। এরই পাশাপাশি গের্টজ-এর বিভিন্ন ব্যবসায় উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যা তার সম্পত্তিকে ব্যাপকভাবে বাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

অভিনয়ে সাফল্য পাননি তবুও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী!

আপডেট টাইম : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

 সেলেনা গোমেজ, টেইলর সুইফট, রিয়ান্নার মতো বিশ্ববিখ্যাত তারকাদের বিপুল অর্থ তার কাছে কিছুই নয়। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা টাইলার পেরি, যিনি একজন নাট্যকার এবং অভিনেতা হিসাবে নিজের ক্যারিয়ার গড়েছেন ও অর্থ উপার্জন করেছেন, তার থেকেও বেশি ধনী তিনি। টাইলার নিজস্ব স্টুডিওর মালিক এবং মাদিয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিখ্যাতও, যা তাকে ১.৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক বানিয়েছে। সেই টাইলারের সম্পত্তিও তার জন্য সমুদ্রে এক গ্লাস পানির মতন। টাইলারের চেয়ে পাঁচ গুণেরও বেশি ধনী বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেত্রী।

নাম তার জামি গের্টজ, এক আমেরিকান অভিনেত্রী, এখন একজন সফল ব্যবসায়ী মহিলা হয়ে উঠেছেন। এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী জামি, তার মোট সম্পদ ৮ বিলিয়ন মার্কিন ডলার। তার এই পরিমাণ সম্পত্তি কিন্তু অন্যান্য সেলিব্রিটি, পুরুষ বা মহিলার তুলনায় অনেক বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিশ্বের তিন অতি জনপ্রিয় নাম টেলর সুইফট, যার মোট সম্পত্তি ১.৬ বিলিয়ন ডলার, রিহানা, মোট মূল্য ১.৪ বিলিয়ন ডলার এবং সেলেনা গোমেজ, হাতে তার ১.৩ বিলিয়ন ডলার, এই তিনজনের মোট সম্পদ এক করলেও জামিকে ছুঁতে পারবেন না।

১৯৬৫ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন জামি গের্টজ। ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ১৯৮৭ সালে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ‘লেস দ্যান জিরো’-তে দারুণ কাজ করে সুপরিচিত হন। একই বছরে, ভ্যাম্পায়ার মুভি ‘দ্য লস্ট বয়েজ’-এ একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন। যদিও একজন প্রধান অভিনেত্রী হিসেবে, জামি গের্টজ বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি, তাই তিনি সাপোর্টিং ভূমিকায় কাজ করতে বাধ্য হন। ৯০-এর দশকে ‘টুইস্টার’ এর মতো সুপরিচিত সিনেমা এবং ‘অ্যালি ম্যাকবিল’ এর মতো টিভি শোতে অভিনয় করেন। সম্প্রতি, ২০২২ সালের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’-এ একটি ক্যামিও করেছেন তিনি।

যদিও জামি গের্টজ-এর অভিনয় জীবনে এমন কিছু সাফল্য পাননি, তার ব্যবসায়িক বিনিয়োগের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হয়ে উঠেছেন। ১৯৮৯ সালে, তিনি বিলিয়নেয়ার ব্যবসায়ী টনি রেসলারকে বিয়ে করেন। একসঙ্গে, তারা মিলওয়াকি ব্রুয়ার্স বেসবল দল এবং আটলান্টা হকস বাস্কেটবল দলকে এগিয়ে নিয়ে যান। এরই পাশাপাশি গের্টজ-এর বিভিন্ন ব্যবসায় উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যা তার সম্পত্তিকে ব্যাপকভাবে বাড়িয়েছে।