নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্ত মঞ্চে যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে, পৌর যুবদল সভাপতি শফিউল ইসলাম শফিকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু ও সাবেক সদস্য সচিব শেখ বদরুজ্জামান মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আল আমীন, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল ও সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিটু প্রমুখ।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর’র মুক্তির দাবিতে সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এছাড়াও র্যালিতে বাবর’র মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।