ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৯ বার

মিরপুরের উইকেটে প্রথম দিন মোটেই সুবিধা করতে পারেননি ব্যাটাররা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে ১০৬ রানে। জবাব দিতে একশর আগে ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকাও। পরে অবশ্য নিজেদের কিছুটা সামলে নিয়ে দিন শেষে ৬ উইকেটে ১৪০ রান পর্যন্ত পৌঁছায় সফরকারীরা।

এমন উইকেটে দক্ষিণ আফ্রিকা খুব বড় লিডে চোখ রাখছে না। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন পেসার কাগিসো রাবাদা। লিড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি এটাকে (লিড) একশতে ঠেলে নিতে পারি, সেটা চমৎকার হবে। আশা করি, আমরা সেখানে পৌঁছে যাব।’

রাবাদার অবশ্য এমনটা ভাবার যথেষ্ট কারণও রয়েছে। এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রান তুলে শেষ হয় তাদের প্রথম ইনিংস। উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে যোগ দেন একের পর এক ব্যাটার।

উইকেট নিয়ে রাবাদার মূল্যায়ন, ‘উইকেটের আচরণে যেভাবে খেলেছে তাতে আমরা সত্যিই অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এটি টার্নিং হবে, তবে নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও উইকেটের বাইরে বেশ খানিকটা সিম মুভমেন্ট ছিল।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার

আপডেট টাইম : ১১:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মিরপুরের উইকেটে প্রথম দিন মোটেই সুবিধা করতে পারেননি ব্যাটাররা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে ১০৬ রানে। জবাব দিতে একশর আগে ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকাও। পরে অবশ্য নিজেদের কিছুটা সামলে নিয়ে দিন শেষে ৬ উইকেটে ১৪০ রান পর্যন্ত পৌঁছায় সফরকারীরা।

এমন উইকেটে দক্ষিণ আফ্রিকা খুব বড় লিডে চোখ রাখছে না। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন পেসার কাগিসো রাবাদা। লিড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি এটাকে (লিড) একশতে ঠেলে নিতে পারি, সেটা চমৎকার হবে। আশা করি, আমরা সেখানে পৌঁছে যাব।’

রাবাদার অবশ্য এমনটা ভাবার যথেষ্ট কারণও রয়েছে। এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রান তুলে শেষ হয় তাদের প্রথম ইনিংস। উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে যোগ দেন একের পর এক ব্যাটার।

উইকেট নিয়ে রাবাদার মূল্যায়ন, ‘উইকেটের আচরণে যেভাবে খেলেছে তাতে আমরা সত্যিই অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এটি টার্নিং হবে, তবে নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও উইকেটের বাইরে বেশ খানিকটা সিম মুভমেন্ট ছিল।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।