রাজধানীতে অনুমোদনহীন ও বিক্রি নিষিদ্ধ প্রায় চার কোটি টাকার ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সব ওষুধ বাজারজাত করণের দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা ও দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দিনভর পুরান ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, ‘বাবুবাজার এলাকায় আমির মেডিসিন মার্কেট ও বংশালের ১২ নম্বর মিটফোর্ড মার্কেটে র্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে তিতাস মেডিকেল হল ও আলপনা মেডিকেল হল থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বিপুল পরিমাণ ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ বিক্রির দায়ে তিতাস মেডিকেলের মালিক ফজলুল হক ও আলপনা মেডিকেলের মালিক চন্দন দাসকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘এছাড়া নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে পূরবী এন্টারপ্রাইজের মালিক এনামুল হককে দেড় লাখ টাকা, মহামায়া ড্রাগ হাউজের মালিক পলাশ দেবনাথকে এক লাখ টাকা, বনানী মেডিক্যাল স্টোরের মালিক আব্দুল হামিদকে এক লাখ টাকা, এবি ড্রাগ হাউসের মালিক গোলাম মোহাম্মদকে পাঁচ লাখ টাকা, গ্রামীণ ফার্মার মালিক মীর ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা, সিকদার এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা, এস আর ড্রাগ হাউজের মালিক মোকসেদুর রহমানকে ৫০ হাজার টাকা, নিশাদ এন্টারপ্রাইজের মালিক জাবেদ উদ্দিন মাহমুদকে এক লাখ টাকা, বোরহান এন্টারপ্রাইজের মালিক সামসুল আলমকে এক লাখ টাকা ও আরমান মেডিকেল হলের মালিক মুরাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ১২টি ওষুধের দোকান থেকে প্রায় চার কোটি টাকার বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।’