ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে হটলাইন-ওয়েবসাইট চালু বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ১৯ বার

ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি।

সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এ কার্যক্রম চালু করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জানমালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।

তিনি বলেন, সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।

রিজভী বলেন, ‘ইতোমধ্যে সরকারিভাবেই ২০০ অধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ জন ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ্য। এটি প্রতিরোধের জন্য আগে থাকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। তার ভাতিজা তাপস সিটিতে ডেঙ্গু ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।’

যেকোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় দলের সামর্থ্য অনুযায়ী যতটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার ততটুকু তারা করেছেন বলে জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে যারা হতাহত এবং শহিদ হয়েছেন তাদের ও তাদের পরিবারের নীরবে-নিভৃতে খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ঢাকঢোল পিটাননি।

ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবে। এ কার্যক্রম যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত চালিয়ে যাবে বিএনপি- এমনটা জানান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস

ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে হটলাইন-ওয়েবসাইট চালু বিএনপির

আপডেট টাইম : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি।

সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এ কার্যক্রম চালু করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জানমালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।

তিনি বলেন, সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।

রিজভী বলেন, ‘ইতোমধ্যে সরকারিভাবেই ২০০ অধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ জন ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ্য। এটি প্রতিরোধের জন্য আগে থাকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। তার ভাতিজা তাপস সিটিতে ডেঙ্গু ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।’

যেকোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় দলের সামর্থ্য অনুযায়ী যতটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার ততটুকু তারা করেছেন বলে জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে যারা হতাহত এবং শহিদ হয়েছেন তাদের ও তাদের পরিবারের নীরবে-নিভৃতে খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ঢাকঢোল পিটাননি।

ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবে। এ কার্যক্রম যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত চালিয়ে যাবে বিএনপি- এমনটা জানান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।