নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে মদন উপজেলায় পূজামন্ডপ পরিদর্শন করে ইউএনও, সেনাবাহিনী, বিএনপি ও জামায়াতে ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার সবকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও ক্যাপ্টেন শাহদাৎ হোসেন। এছাড়াও পরিদর্শন করেন বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ দলীয় নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময় করেছেন নেত্রকোণা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রহুল আমীন, সাবেক আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রীস) মাস্টার। প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।